বয়ে চলে অজয়ের ধারা
-লক্ষ্মণ ভাণ্ডারী
কল কল বয়ে চলে অজয়ের ধারা,
আপনবেগেতে ধায় পাগলের পারা।
দুইপারে দুই গ্রামে ছোট ছোট গাছে,
প্রভাতে পাখিরা সব গাহে আর নাচে।
অজয় নদীর বাঁকে এক হাঁটু জল,
অবিরল বহে জল নাচে ছল ছল।
তরীখানি আছে বাঁধা অজয়ের চরে
সাদাবক চরে বসে ছোটমাছ ধরে।
সুশীতল নদীতটে বহে সমীরণ,
হাঁটুজলে পার হয় সব যাত্রীগণ।
শালিকের দল হেথা চরে বসে থাকে,
ওপারে কাশের বন অজয়ের বাঁকে।
অজয়ের নদীজল বহে অবিরাম,
অজয়ের দুইপারে ছোট দুইগ্রাম।