আসছি খালি—-
যাবো খালি, মধ্যে টোকাই ভাগাড় ঝুলি,
শূন্য জীবন—–
পূণ্য বিনা, জনম ভরা লোভের বুলি!
অসার জীবন—–
মন আর মনন, যাপিত স্বপনে অলভ্য ভুবন,
আসলে সমন——
বৃথা আস্ফালন, পলকে মিলাবে অদৃশ্য পবন।
আসছি খালি—-
যাবো খালি, মধ্যে টোকাই ভাগাড় ঝুলি,
শূন্য জীবন—–
পূণ্য বিনা, জনম ভরা লোভের বুলি!
অসার জীবন—–
মন আর মনন, যাপিত স্বপনে অলভ্য ভুবন,
আসলে সমন——
বৃথা আস্ফালন, পলকে মিলাবে অদৃশ্য পবন।