ঈদের খুশি সবার ঘরে
আমার কেন মানা?
বন্ধুরা সব কিনছে মাগো
নিত্য নতুন জামা।
গরীব বলে আমাদের কি
ঈদের খুশি নাই?
সবার বাবা আছে মাগো
আমি কোথায় পাই?
ইরা নীরা বাবার সাথে
ঈদ বাজারে যায়,
আমার বাবা নাই ভুবনে
ভাবলে কান্না পায়।
জানি মাগো আমার প্রশ্নের
কোন উত্তর নাই,
অনাথ-এতিম ছেলে মেয়ে
নাই কোথাও ঠাই।
আর কেঁদনা মাগো তুমি
চাইনা নতুন জামা,
বাবার মতো ফাঁকি দিয়ে
তুমি চলে যেওনা।
দোয়া করো আমায় মাগো
তোল তোমার মুখ,
বড় হয়ে মোছাবো মাগো
তব মনের দুঃখ।