আমাদের গ্রামখানি অজয়ের ধারে,
আছে এক ছোটদিঘি তালগাছ পাড়ে।
পূবেতে উদিল রবি সোনার বরণ,
গাছে গাছে গাহে পাখি হরষিত মন।
কাঁকন তলার মাঠে ফিঙেপাখি নাচে,
নদী পাড়ে দুই ধারে তালবন আছে।
নদীঘাটে আসে যত যাত্রীদের দল,
পিয়াল বনে মাঝিরা বাজায় মাদল।
তরণী ভিড়িল যেই নদী কিনারায়,
নদীঘাটে আসে ছুটে যাত্রীরা সবাই।
কল কল নদীজলে কোলাহল হয়,
নদীতীরে সুশীতল সমীরণ বয়।
আমাদের গ্রামখানি অতি মনোহর,
গাঁয়ে আছে ছোটনদী ছোট ছোট ঘর।