মেঘলা আকাশ বৃষ্টি
অপেক্ষা তোমার আসার।
স্মৃতির আয়নায় জল ছবি আঁকা।
মনের কনে জমেছে মেঘ এক রাশ।
জল ঝরার অপেক্ষা এক
ফোটা বৃষ্টি পাবার আসায়।
মনের আয়নায় অনেক।
কথা ভির করে তার
উওর মেলেনা হ্রদয়।
মেঘলা আকাশ বৃষ্টি
অপেক্ষা তোমার আসার।
স্মৃতির আয়নায় জল ছবি আঁকা।
মনের কনে জমেছে মেঘ এক রাশ।
জল ঝরার অপেক্ষা এক
ফোটা বৃষ্টি পাবার আসায়।
মনের আয়নায় অনেক।
কথা ভির করে তার
উওর মেলেনা হ্রদয়।