মানুষ কবিতা

এত রুপের মায়া নয়
যে ভুলে যাব হে প্রিয়।
এত মুখে বলা নয় ভালবাসি।
হ্রদয় দিয়ে বলা।
এত শুধু নয়ন দেখা নয়।
যে নয়নের আড়াল।
হলে ভুলে যাব হে প্রিয়।

0.00 avg. rating (0% score) - 0 votes