বাসর ঘরে বিড়াল মারা

বাসরঘরে কাঁসর বাজে 
খাটের তলায় কে?
ভয় করোনা প্রাণ সজনী 
বিড়াল ডাকে ম্যাএ!

বশীকরণ যাদু জানি
ভয় করোনা মিছে,
দৈত্য দানব লেজগুটিয়ে
পালায় মম শিসে।

ঘোমটা খুলো প্রাণ প্রেয়সী
ধরো আমার হাতে,
যেকরেই আজকের রাতে
মারবো বিড়ালটাকে।

ব্যর্থ হলেই প্রথম রাতে
বাড়বে মনজ্বালা,
সারা জনম টানবো ঘানি
গলে বিড়ালমালা।

0.00 avg. rating (0% score) - 0 votes