পথ ছেড়ে দাও-
অগ্রে যাবার আগ্রহ প্রবল যার,
সেইতো ভালো –
তোমার সুবাদে কল্যাণ হলো তার।।
ব্যর্থ আমি –
নিভলো প্রদীপ ভাবছ কেন মিছে,
ভুলগুলি সব –
প্রেরণা হয়ে আসছে দেখ পিছে।।
সফল যারা-
ভুবন তলে প্রতিষ্ঠা পেলেন কাজে,
কন্টক অরণ্য-
তিমির সোপান ফেরাতে পারেনি লাজে।।
জাগাও প্রেরণা-
নিজ আলোকের সুপ্ত বাসনা প্রাণে,
জ্বালাও প্রদীপ-
মনের আলয় আশাজাগানিয়া গানে।।