দুখের কার হতে পার
সুখের কারন হতে পারনা।
মুখে বলতে পার ভালবাসি।
হ্রদয় দিয়ে ভালবাসিতে পারনা।
ভালবেসে একগুচ্ছ ফুল দিতে পার।
ভালবেসে ফুল ফুটাতে পারনা।
হাত রাখতে পার হাতে।
হাত ধরে রাখিতে পারনা।
সারাজনম

0.00 avg. rating (0% score) - 0 votes