হীরে-জহরত, মনি-মুক্তার দিন শেষ!!
মেকি ইমিটেশনের চকচকে গহনার কদর আকাশচুম্বী, স্বর্ণ বিপনী ফাঁকা,
এখন আর কেউ নাক সিটকে বলেনা সোনার আংটি আবার বাঁকা!
বুদ্ধিজীবি সুশীল সমাজের কর্তারা গৃহবন্দি
সত্যবাণীর নিরব কান্না প্রতিফলিত হয় নিরেট আঁধারে,
বক ধার্মিক আর জ্ঞানপাপীর দম্ভে স্তম্ভিত মানবতা নির্বাসিত অকূল পাথারে।