ছোট ছোট বাড়িঘর

ছোট ছোট বাড়িঘর

অজয় নদীর পারে আমাদের ছোট গাঁয়ে,
ছোট ছোট বাড়িঘর শীতল সবুজ ছায়ে।
রাঙাপথ গেছে চলে গ্রাম হতে বহু দূর,
রাখাল বাজায় বাঁশি ভেসে আসে বাঁশিসুর।
ফুল বনে ফুল তুলে ঘরে যায় ভোলা মালী,
দিঘিতে সাঁতার কাটে মরাল আর মরালী।
গাঁয়ের জেলেরা রোজ জাল ফেলে মাছ ধরে,
কলসী কাঁখে বধূরা জল নিয়ে যায় ঘরে।
আমাদের ছোট গাঁয়ে সরু গলি পথ বেয়ে,
সারাদিন আসে যায় এ গাঁয়ের যত মেয়ে।
সাইকেলে চড়ে কেউ চলে যায় রাঙাপথে,
দুধারে সবুজ খেত আসে দূর গ্রাম হতে।
দাঁড়িয়ে পথের বাঁকে রাঙীগাই দেয় ডাক,
ফেরিওয়ালা রাস্তায় চড়া সুরে দেয় হাঁক।
গ্রাম সীমানার পাশে দেখা যায় নদীচর,
ছোটগাঁয়ে আমাদের আছে ছোট বাড়ীঘর।

0.00 avg. rating (0% score) - 0 votes