মেঘলা আকাশ
রৌদ উঠে গেছে ভোরের আকাশে।
ঘুম ভাজ্ঞেনি এখন স্বপ্নের।
মেঘেলা আকাশ মনে হয়।
বৃষ্টি সাজবে প্রকৃতি নতুন সাজে।
সে সাজ মনে রঙ ঝরাবেনা জানি।
তবু প্রকৃতি এমন টা ই।
মেঘ আর বৃষ্টি ঝরে দিনমান ।
এতে সুখি হয় আকাশ।
আবার হবে নিশি এই পথের মাঝে।
তবু স্বপ্ন ফিরে যায় তার ঠিকানা ভালবেসে।
এই নিয়ে আছি সুখ দুখের পথে সাথি ।
সুন্দর কবিতা লিখেছেন কবিবন্ধু!!
শুভকামনা শতত।
কিছু বানান ঠিক করে নিবেন।