আবার কবে?

আবার কবে উঠবে রবি?
গহীন বনের তরুবীথি, প্রাণোচ্ছাসে আঁকবে ছবি,
শাল-পিয়ালের নুজ্য শাখা
গগনভেদি মেলবে পাখা, ছন্দ-সুরে ভাসবে কবি।

আবার কবে উঠবে হেসে?
কলমী লতার নরম ডগা, বানের জলে ডুব সাঁতারে
হাঁসের পালে নাগের ছোবল
উদোর পিন্ডি বুদোর ঘাড়ে,ভিড়বে তরী কোন পাতারে।

আবার কবে জাগবে বিবেক?
খণ্ডপ্রলয় ঘটার আগে, ভ্রাতৃবৎ চোখের বালি,
মূল্যবোধের মরণ দশা
অশুচি-মুখে অট্টহাসি, বিবেক দেহে চুনকালি।

আবার কবে জাগবে মানব?
অস্ত্র হাতে লড়তে রণ, জাল-জুলুমের গ্রীবা ফাঁসি,
পাপ বেসাতির অঢেল খনি
ভেঙ্গে কপাট করবে লোপাট, নিগৃহীতের মলিন হাসি।

0.00 avg. rating (0% score) - 0 votes