লন্ঠন হাতে
অাঁধার পথে অন্ধ লোকটি হাঁটে,
সাবধানী কদম
চলে অবিরত সুনিপুন বিশাল মাঠে।
বিপরীত আগন্তক
সশব্দে দাড়ালো রুখে তার পথ,
কৌতুহলী প্রশ্ন
কি প্রয়োজন আলোকের এই রথ?
হাসিলো অন্ধ
নির্বোধ! কেন বুঝনা নেই আলাদা গন্ধ,
চোখ ওয়ালারা
আঁধার পথে আমার মতোই যে অন্ধ।
জ্বালাই আলো
পরার্থে আমি, দূর সবাই যাতে দেখে,
আলোকের অভাবে
চলতি পথে অঘটন যেন না মেখে।
———্———–
abu3217@yahoo.com