কবির ভাবনা

সুখ-দুঃখের বেসাতি
মনের পোষা পাখি, নিত্য আসর পাতি,
চাইনা কিছু আর
কবিতার সমাহার, সেইতো মোর সাথী।

 

রাজার রাজা কবি
আঁকে জীবন ছবি, হৃদয় ভরা হবি,
স্বপ্নে ভাসে তরী
অথৈ জলের নদী, ঝলসে উঠে রবি।

 

ভাবুক কবির ভাবনা
পরকে জানে আপনা, আলিঙ্গনে বাঁধে,
উৎফুল্ল দেহমন
কলম কথা বলে, মানুষের তরে কাঁদে।

 

কবিদের মন-মনন
চলে অবাধ বিচরণ, হাজার ঘাটে রয়,
বিশ্ব শান্তি মাগে
বিলিয়ে আপনাকে, প্রগতির কথা কয়।

 

0.00 avg. rating (0% score) - 0 votes