কবিতা

তোমায় নিয়ে
সময় ফুরাল বেলা।
পাখি ফিরিল তার নিজ ঠিকানায়।
বাধিল সে আপণার ঘরে মন।
সে ঘরে আজ সে একেলা।
করে ডাকা ডাকি।
মন কাদে তার বারে বারে করে ছটফট প্রান।
তার দেখা না পায়।
দুজনা উড়াল দিয়েছিল আকাশে।
ফিরিয়া তারে খুজে ফেরে সারা বেলা দুটি আঁখি।
কাঁদিয়া কাঁদিয়া বলে।
কে গো তুমি।
এসেছ আমারও কাছে।
যাও গো ফিরে।
আমার কাছে কেন এসেছো।
আমি নাহি চিনি তোমায়।
হ্রদয় দেখিতে নাহি যানে।
হাসিয়া হাসিয়া কথা কয়।
বন্ধ তালা দিয়ে যায় সে
চলে শুনেনা কথা।
কি ভাষা বলিতে চায় হ্রদয়।
আকাশ ডাকে বিদুৎ নামবে বুঝি বৃষ্টি।
নয়নের জল দেখেনা তারা।
খাদ্য দিয়া তিন বার মুক্তি মিলায়।
প্রান কি চায় বুঝিতে নাহি চায়।
সাঝেঁর পাখির মতন
আমি ফিরিছি নিজ ঘরে।
করি ডাকা ডাকি সে কথা বন্ধ ঘরে।
শোনেনা সে কথা কেহ।
সকলই বুঝিয়া হয় চুপ।
এতে যেন চিরসুখ।

0.00 avg. rating (0% score) - 0 votes

One thought on “কবিতা

Comments are closed.