শ্রাবন ভেজা দিন
শ্রাবনের জলে ভেজে সকলই মন ভেজেনা।
হ্রদয় আয়নাতে কত জন।
আসে ফিরে এই আকাশের তলে।
নিশি ফুরালে তারা যায় নিজ ঠিকানায়।
ও মেঘ বলে যাও কোথা যাও আজি।
কত বার বলেছিল আসবে শ্রাবন।
কত জল ঝরেছে যানা নাই ওই নয়নে।
কত পথ গেছে চলে পথের ও শেষে।
এখন মেঘলা হয় আকাশ পায় না শ্রাবনের দেখা।