ভাল আর মন্দ
যা ভাল তোমার কাছে।
লোকে তারে মন্দ বলিয়া ডাকে।
তুমি যারে কালো বল।
তারে লোকে মন্দ বলে।
মন্দ হয় না কেহ মন্দ মানুষের মন।
তোমাদের কাছে মৃতুৎ হয় প্রানের।
হ্রদয় মৃতুৎ তোমরা দেখিতে পাওনা।
ভালবাসা অতি সস্তা যারে।
ভুলিতে লাগে না কোন দিবস রজনি।
এ কেমন ভালবাসা তুমি বল।
মন্দ আর ভাল একই আকাশ দেখে।