সেদিন দেখি বিকাল বেলা কাল বৈশাখীর ঝড়ে,
গাছের পাতা পথের ধূলো ঝঞ্ঝা বাতাসে ওড়ে।
কালবৈশাখী প্রবল ঝড়ে, পাখিরা পাখা ঝাপটায়,
আকাশ কালো, মেঘ গর্জায় আর বিজুলি চমকায়।
আম বাগানে ছেলেরা ছুটে আম কুড়াবার তরে,
যাচ্ছে সবাই, থাকা কি যায়? একলা বসে ঘরে।
মায়ের বারণ শুনে কি মন আম বাগানেতে ধায়,
বৈশাখী ঝড়ে কাঁচা আম পড়ে আসে ছুটে সবাই।
কাল বৈশাখীর প্রলয় নর্তনে শাখী ভাঙে মড় মড়,
ঝড়ো হাওয়ায় চাল উড়ে যায় বাজ পড়ে কড়কড়।
বৃষ্টির ফোঁটা উতপ্ত মাটিতে অঝোর ধারায় ঝরে,
ছিঁড়েছে পাল, ভেঙেছে হাল বসে মাঝি বালুচরে।
সেদিন দেখি বৃষ্টি ধারায়, মাঠে, ঘাটে ও পথে জল,
অজয়নদী বৃষ্টির জলে বয়ে চলে অবিরাম কল কল।