জীবনের খেলাঘরে

 

 

জীবনের খেলাঘরে পেতে চাও সুখ?

অলসতা পরিহরি কষ্টে বাঁধো বুক।

কষ্টে উপার্জিত ধন জীবনের সার,

যদ্যপি কিঞ্চিত্ তবু বহুমূল্য তার।

 

জীবনের খেলাঘরে অশান্তির ঝড়,

কেড়ে নেয় সুখশান্তি ভেঙে দেয় ঘর।

আপনকে করে পর হিংসার বিষ,

স্বার্থের চাবুক হানে চিত্তে অহর্নিশ।

 

মায়াময় সংসারে মায়ার বন্ধন,

সুখশান্তি ভালবাসা কাঁদে অনুক্ষণ।

জীবন সুখের হবে সুখ যদি চাও,

দিনশেষে একবার হরি গুণ গাও।

 

জীবনের খেলাঘর অমৃত কথন,

ভাণ্ডারী লক্ষ্মণ লিখে পড়ে সুধীজন।

0.00 avg. rating (0% score) - 0 votes