হাইকু- ০১
.
মৃত্যু আসলে
হেরে যায় মানুষ
ফুলের মত।
হাইকু- ০২
.
তুমিও জানো
অস্তিত্বহীন আমি
তোমাকে ছাড়া।
হাইকু- ০৩
.
পাখিরা জানে
আকাশে উড়লেই
মেঘেরা মৃত।
হাইকু- ০৪
.
প্রতি প্রবাহী
বিদেহী আত্মা, আমি
স্বপ্ন মরে না।
হাইকু- ০৫
.
কখনো এসো
একবার, না এলে
বিরহ আসে।
হাইকু- ০৬
.
আকাশে মেঘ
বৃষ্টিরা ভয় পায়
নেমে আসতে।
হাইকু- ০৭
.
ক্ষুব্ধ সকাল,
এখনো সূর্যটার
ঘুম ভাঙেনি।
হাইকু- ০৮
.
বৃদ্ধ মানুষ
প্রজাপতি হারায়
বয়স থাকতেই।