দূর হতে ভালবেসে যাব ।।। শফিক তপন
—————
বন্ধু তোমায়
ভালবেসে আমি কেঁদেছি কত,
এই জীবনে
সয়েছি তোমার দেয়া দু:খ যত ।
বন্ধু তোমায়
ভালবেসে আমি হয়েছি নি:স্ব,
তোমার স্মৃতি
বয়ে বেড়াই আমি সারা বিশ্ব ।
বন্ধু তোমায়
ভালবেসে আমিযে পথ হারা,
তোমার জন্যে
দুচোখ থেকে ঝরে অশ্রু ধারা ।
বন্ধু তোমায়
ভালবেসে আমি কষ্ট সয়েছি,
দু:খ বেদনায়
জ্বলেজ্বলে পুড়েপুড়ে ক্ষয়েছি ।
বন্ধু তোমায়
ভালবেসে আমি হয়েছি অন্ধ,
প্রাণ সপেছি
নেই তাতে কোন দ্বিধা ও দন্দ্ব ।
বন্ধু তোমায়
ভালবেসে কোনকিছু নাহি পাব,
তবুও তোমায়
আমি দূর হতে ভালবেসে যাব ।
———-
শফিক তপন
১৭ই মে ২০১৮ইং