মা আমার নয়নের মণি

মা আমার নয়নের মণি  ।।।  শফিক তপন

—————————

মাগো মা

কতযে তোমায় বাসি ভালো,

তুমি যে

আমার দুই চোখের আলো । 

 

ওগো মা

তুমিযে আমার নয়নের মণি,

তুমি মোর 

প্রেম প্রীতি ও মমতার খনি । 

 

মাগো তুমি

এ অমূল্য প্রাণের জন্ম ভূমি,

আদর যত্নে  

লালন পালন করেছো তুমি । 

 

মাগো মা 

তুমি খুব ভালো সবার চেয়ে, 

আমি ধন্য

তোমার মত এমন মা পেয়ে ।

 

দোয়া করি 

থেকো বিধাতার হেফাযতে,

কখনো যেন  

দু:খ কষ্ট পেয়না কোনমতে । 

—————-

রবিবার, ৩০শে বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ

১৪ই মে ২০১৮ইং 

0.00 avg. rating (0% score) - 0 votes