যখন আস জানালায়
————————————
উকি মেরে যবে কেউ
জানালার পাশে দাঁড়িয়ে একজন,
তাঁর মুখের মিষ্টি হাসি
মোর আজ কেড়ে নিয়েছে এই মন ।
ঐ হৃদয় চুম্বি দৃষ্টিতে
মোর মনটা হারায় নীরবে নিভৃতে,
জীবনটা বেঁধে আছে
তোমার কাজল কাল মৃগয়াক্ষীতে ।
যখন দেখি জানালায়
মোর এহৃদয় দুয়ার যায় খুলেখুলে,
তখন হৃদয় ভরে যায়
তোমার ঐ ভালবাসার ফুলেফুলে ।
বকুল ঝড়ে যায় নীরবে
তবুও সে সুবাস বিলিয়ে দিয়ে যায়,
আমি আশায় চেয়ে রই
যতক্ষণ তুমি না আস জানালায় ।
——————————————
— শফিক তপন
শনিবার, ১২ই মে ২০১৮ইং
২৯শে বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ
কেন তুমি চাও বার বার মোর পানে? আমি লাজে মরি ক্ষনে ক্ষনে আর ভালোবাসি মনে প্রানে