মনে মনে খুঁজিয়ো

মনে মনে খুঁজিয়ো
লেখাঃ অনিক শিকদার

মনে মনে সখী খুঁজিয়া দেখিয়ো
আমার মনেরও ঘরে তোমার
স্বপন সংসারে।

ঝড়ের লগনে পাতার বেশেতে
আমারে ছুঁয়ে থেকো তোমার
বৃন্ত সবলে।

জলের কণার কোমল পরশে
শীতল বিরাজ আমার
পরাণ অতলে।

বিজলী চকিতে তোমারে দেখিতে
নয়ন জাগিল আমার
আধো ঘুমেতে।

শিলার রূপেতে ঝরিয়া পড়িয়া
গলিয়া মিশিয়া যেয়ো আমার
মনের নদীতে।

মনে মনে সখী খুঁজিয়া দেখিয়ো
আমার মনেরও ঘরে তোমার
স্বপন সংসারে।

১লা বৈশাখ ১৪২৫
নারায়ণগঞ্জ

0.00 avg. rating (0% score) - 0 votes