বৈশাখী রঙ ঢঙ

বৈশাখী রঙ ঢঙ  ।।। শফিক তপন 

—————

আমাদের দেশে

গ্রীষ্ম কালে বৈশাখ মাসে,

নব নব সাজে

নতুন বছর ফিরে আসে ।

 

নতুন এই বছরে

সবাই সাজে নতুন সাজে,

ঘুরে ফিরে বেড়ায়

আনন্দ বহে সবার মাঝে ।

 

আলতা চুড়ী শাড়ী

কত রকম সাজের বাহার,

ইলিশ পান্তা ভর্তা

কত নানা রকম আহার ।

 

হাসি খুশীর বন্যায়

সকলে যাইযে ভেসে যাই,

বৈশাখী রঙে ঢঙে

মনের হর্ষে নববর্ষে হারাই ।

—————-

১৪-৪-২০১৮ইং

 

 

0.00 avg. rating (0% score) - 0 votes