বিরহকাতর
লেখাঃ অনিক শিকদার
মোর ভাবনারে তাড়িয়ে দিয়ে সরাই কে ঐ পাড়ে
ও তোরা কে কোথায় আছিস গো এনে দে না তারে।
বিরহী হাওয়া ছুঁয়েছে মোরে তক্ষক-বিষ হয়ে
কোন আগুনে পরান পুড়ে আঁখিজল যায় বয়ে।
ঊর্ধ্বগগনে ধরতে দিয়ে অন্তরে মিলে ফাঁকি
আধেক জনম কাটিল ভেবে আধেক আছে বাকি।
তার বিরহে গোঠে-মাঠে বসে বাজাই কাতর বাঁশী
খুঁজে খুঁজে শেষে বিফল হয়ে গলায় গামছা ফাঁসি!
৩০ চৈত্র ১৪২৪
নারায়ণগঞ্জ