টুপটাপ বরষা

টুপটাপ বরষা
লেখাঃ অনিক শিকদার

টুপটুপ টুপটুপ টুপটাপ
বৃষ্টি ঝরে যায়,
আমার মনের কষ্ট মিলেছে
কাদাটে কাদায়।

কেঁপে কেঁপে দোলে অল্প বায়ে
বোকা বৃষ্টির ফোঁটা,
প্রাণটা তার জানালার গ্রিলে
বিনা বাঁধনে আটা।

নীরদে জন্মে ভুলিয়া ত্যজিলে
কিবা ছিল ব্যথা?
মোর বাতায়ন ছাড়িয়া গেলে
তাহাও কি বৃথা?

বাণী-অর্চনা সব বিষাদ লাগে
ধূমল ধোঁআশা,
ভুবনের মাটি ফাটিয়া জাগে
বানোয়াট ভালোবাসা।

৩০ চৈত্র ১৪২৪
নারায়ণগঞ্জ

0.00 avg. rating (0% score) - 0 votes