বসন্ত বিসর্জন

বসন্ত বিসর্জন
লেখাঃ অনিক শিকদার

শীতের জড়তা না কাটতেই
মৃদু আন্দোলনে প্রকৃতি জগৎ নাচিয়ে,
আবার ফিরে এলো সেই চিরচেনা নগ্ন বসন্ত!
কত পাতার জীবন্ত লাশ বাতাসে ভাসে,
শাখাগুলো বাহুদ্বয় মেলে কান্নায় ভেঙে পড়ে।
এ কোন বেদনা লগ্ন এলো ধরায়?
আমাতে জন্মে আমাকেই ছেড়ে যায়।
হায়! হায়! আমি শুষ্ক কাঠের জীবন বৃথা যায়।
আর কোন বাঁচিবার আছে কি উপায়?
আমার চর্ম খসে যাই, কান্না মিশে যায়।

এ বসন্ত আমার নহে,
চারপাশে বিসর্জনের স্রোত বহে।
এ বিসর্জন কোন বরষার আহবান?
যেন সজন হারা ভেজা শাওন রাতের গান।
দ্বারদেশ ভরেছে কত রঙ মাখা রক্তাত পত্রলাশে
ধূসর-বাদামি-লাল আরো সহস্র কালোকেশে।
বিষাদগ্রস্ত বসন্ত বায়ুর ঝড়ে
লতাগুলো সব কাঁদিয়া লুটিয়া পড়ে।
তবুও নতুন কুঁড়ির স্বপ্নে বিভোর হয়ে
শতব্যথা কাঠে বুকেতে লই সইয়ে।

১৮ ফাল্গুন ১৪২৪
সোহাগপুর

0.00 avg. rating (0% score) - 0 votes