নিথর কিছুটা সময়
লেখাঃ অনিক শিকদার
পৃথিবীর চপল বায়ু আমি আর স্পর্শ করতে পারিনা
ভ্রমর রূপে ফুলেরগন্ধ গায়ে মাখা অসম্ভব
অবুজ শিশুটার মাথায় হাত রাখাও বিফলকাম
স্বপ্নঘোর ঘোলাটে হয়ে তাম্রকেশ বনেছে।
সব আকুলতা ব্যকুলতা ঝড়োমেঘে শতখন্ড হয়েছে
কোন ব্যথা আমাকে হাসাতে-কাঁদাতে পারে না,
কোন লোভ-প্রেম আমার যাত্রাভঙ্গ করার সাহস রাখে না!
লক্ষ্যযুক্ত আগমন আজ অলক্ষ্মীর ছোবলে বিষাক্ত হবে না।
আরেকটা জগতের স্বপ্ন আমার জাগতিক ঘুম কেড়েছে
দিয়েছে এক কোমল বিনম্র চিরায়ত ঘুম।
ক’জন মিলে একটা শুভ্র বসন দিয়েছে আমাকে,
ইশারায় বলছে আমি নাকি আর নেই-
অথচ আমার মৃত দেহ বেঁচে আছে একটা খাটিয়ায়।
সবাই এসে পড়েছে, নিথর কিছুটা সময়ের অপেক্ষা মাত্র
আমার বিশ খানা নখে প্রাণেশ্বর জেগে থাকে
চুল গুলো লতা হয়ে বেয়ে উঠে।
তবুও আমি ভুলে যাই-
এই পৃথিবীর বাতাসে আমার আর অধিকার নাই।
অচলরাজা, দেহ আমার বারেক কেঁপেছিল
বলেছিল -“চল আরেকবার বেঁচে যাই।”
২২ চৈত্র ১৪২৪
বাড়ির পথে বাসে বসে লেখা
সাথে ছিলো স্বজন হারানোর ব্যথা