তোমারি ভাবনায়..
তুমি নীরবে কেদোঁনা,আমার সম্পদ নষ্ট করনা,
তোমার চোখের জল আমার হৃদয়ে রক্ত হয়ে ঝড়ে।
তুমি নিভৃতে কখনও অভিমান করোনা,
সে অভিমানের মর্মকথা আমি বুঝি না ।
ভূবনমোহিনী সপ্ন ও আশাগুলো সাজিয়ে অপেক্ষা করো কারও জন্য
যেখানে আমার আকাংখার প্রতিফলন ঘটবে ।
আমার সুপ্ত ভাবনাগুলো না ভেবেই আগে পিছে তোমার সাথে কথা বলে যায় ।
জানিনা আনন্দের নিহীত সুখ তুমি অনুভব করো কিনা ।
তোমার অনুভব ,তোমার অনুভূতি আমার কাছে সমাতুর মনে হয়।
কারন তোমার বিশাল হৃদয়ের ভালোবাসার কাছে ,
আমি ভ্রামমান খরকুটো মাত্র ।
উচছাসিত পশংসা নয়,তোমার ভালোবাসা চাওয়া পাওয়ার অনাবিল সুখে আমি ভীষণভাবে খুশি ।
জেমী খান