❤️❤️নীলিমা❤️❤️
ভালোবাসার রং নীল , তাই নামটি ছিল নীলিমা,
তোমার নীলে নীলে আমি নিজেকে নীল আকাশ ভাবি , অথৈ ঐ নীলাভ সমূদ্র ভাবি, তোমার ভালোবাসার নীলে , নিজেকে গাংচীল ভাবি।
প্রিয় রং আমার নীল ,ভালোবাসার রঙে নিজেকে করেছি বর্ণিল । নীলিমা আমি তোমার নীলিমা, ছুটে চলা নীল তরীর মতোই স্বপ্নিল।
দুর পাহাড়ে ঐ নীল ঝড়নাধারা, শুধুই নীলে নীলে করেছো আত্বহারা,
আমি পড়েছি আজ নীল শাড়ি, চারিদিক ভালোবাসার ছড়াছড়ি,
তোমার নাম দিলাম নীল, আর আমি তোমার নীলিমা,
নীলের বুকে নীলিমার বাস,ক্ষনে ক্ষনে প্রতিক্ষনে,
তোমার হৃদয়ে আমার দীর্ঘনিঃশ্বাস।
জেমী খান