বিদায় বেলায়

         বিদায় বেলায়
তোমার ঐ অধর বলে গেল কত শত কথা,
তোমার ঐ আঁখি যুগলে ছিল অনেক বেথা,
অশ্রুসিক্ত নয়নে দেখেছি তোমায় দূর থেকে
চলে গেছ দূর বহুদুর বেথার পাহাড় এঁকে
বলোনি কোন কথা, শুধুই তাকিয়ে থেকেছ
কত হাসি হেসেছ ,কত ছবি এঁকেছ
গেয়েছ কত গান,আজ সবই ম্লান যেন
রেখে গেছ মনের ঘরে বেদনার রঙ্গিন পাল
বিদায় বেলায় ভাষাহীন ছিলাম,হয়েছিলাম মাতাল
হাসছিলাম সামনে তোমার ,হৃদয় কাঁদছিল
দিতে পারিনি কোন ভালোবাসার সমাধান
কষ্টের সাগরে শুধুই আমার অভিযান
কেন ভাবো তুমি এ ছিল শেষ দেখা মোদের,
কেন তোমার নজর ছিল আঁধার কালো পরাজিত
চুপ করে ছিলাম দুজন বলার কিছুই ছিলনা
এ যে ভালবাসার অভিমান ,তুমি কি তা বঝনা?
একটু লজ্জা,একটু হাসি,একটু কান্না ,একটু বেদনা
ভাললাগেনা জানিনা কেন ,মানতে পারিনা চলে গেলে তুমি
কেনই বা এসেছিলে মনেরই গহীনে
আবার কেনই বা করে গেলে একান্ত একা মোরে……..

জেমী খান

0.00 avg. rating (0% score) - 0 votes