জাগরীত রজনী অবশেষে রাত পোহাইবার পালা, নিদ্রাহীন রজনী যাপন,
অরূণোদয় দেখিবার আশায়, প্রতীক্ষীত মোর মায়াবী নয়ন।
একটু যেন পাখীর কুজন,হিমেল হাওয়ায় আমরা দুজন,
শিশির ভেজা ঘাসের মিলন,মিষ্টি সুবাশ মিষ্টি কাপন।
আপছা আলো,আপছা আধার,পথ চলিতে নেই বাধা আর,
ঘুমহারা আর বাধনহারা,মেলিছে নয়ন দুই বেচারা ,
গ্রহরাজ যেন আসে নাকো হায়, নিদ্রা বলে যাই আমি তাই ,
আসবেনা তো আজ বুঝি সেই,যার অপেক্ষায় প্রহর গোনা এই,
ঊষার আলো নেই আজ নেই……………..
জেমী খান