তুমি সুন্দর

তুমি সুন্দর
তুমি সুন্দর ঐ সূর্যাস্তের মতো , ঐ রক্তিম আভার মতো অসাধারন তুমি ।
দূর থেকে বয়ে আসা হিমেল হাওয়ার মতো ,ছুঁয়ে যায় ক্ষণে ক্ষণে আমাকে প্রবল ।
তুমি সুন্দর ঐ সবুজ প্রকৃতির মতো ,যে সবুজ চারিদিকে করেছে সবুজান্নিত ।
তোমার সবুজ শাড়িতে তোমার সবুজ রঙ ,আমি সত্যি মোহিত আবেগে আপ্লূত ।
তুমি সুন্দর ঐ ঘরে ফেরা পাখিদের মতো ,ডানায় ডানায় যেন ভালোবাসা ছড়ানো ।
উড়ে চলেছে ঘরে ফেরার টানে আর ,একটু স্পর্শ যেন মনকে ছোঁয়ার মতো ।
তুমি সুন্দর ঐ দুরের পাহাড়ি ঝরনার মত,সুভ্র সদৃশ ঝলমলে চলেছ অবিরত ।
মুহূর্তের একটু পরশ বুলানোর মতো,দুঃখ ভুলিয়ে সুখের মালা গাঁথার মতো ।
তুমি সুন্দর ঐ মেঘলা আকাশের মতো ,বুকে কতো রঙ ছড়িয়েছ অবিরত ।
তোমার মিষ্টি সুবাসে ভরিয়ে দাও,আমার দিবস রজনী সন্ধ্যা দুপুর শত শত ।
জেমী খান

0.00 avg. rating (0% score) - 0 votes