ঠিকঠাক মত ভালবেসো

ঠিকঠাক মত ভালবেসো  ।।।  তপু 

যতটা ভালবাস তুমি
আমি ঠিকই ততটা কাছাকাছি আসি,
যতটা কাছে ডাক তুমি
আমি যেন ততটা তোমায় ভালবাসি ।

যতটা আদর কর তুমি
আমার অন্তরে ঠিক ততটা ভাললাগে,
তুমি ঠিক যতটা প্রিয়
ঠিক ততটা স্বপ্ন আমার প্রাণে জাগে ।

যতটা দিন ভালবাসবে
আমার এই মনটা তোমাকেই খুঁজবে,
যতটা দিন পাশে থাকবে
আমার এই অন্তর তোমাকেই বুঝবে ।

তোমাকে চাওয়ার ছাড়া
আমার আর কোনকিছু চাওয়ার নাই,
ঠিকমত তোমাকে পেলে
আমি যেন এই জীবনে সবকিছু পাই ।

ঠিকঠাক মত ভালবেসো
আমি তোমার মত হয়ে যাব চিরতরে,
ঠিকঠাক মত পাশে থেকো
স্বর্গ সুখে তোমার জীবনটা দেব ভরে ।

——-শফিক তপন (তপু)

৪ঠা এপ্রিল ২০১ইং

 

0.00 avg. rating (0% score) - 0 votes

৩ thoughts on “ঠিকঠাক মত ভালবেসো

Comments are closed.