এক শরতের রাতে

এক শরতের রাতে
চারিদিকে শরতের ছড়াছড়ি,
পাখিরা মুখরিত তাদের ভালোবাসা প্রকাশ করতে,
ফুলেরা প্রতিক্ষারত ভ্রম্ররকে,ভালবাসার সৌরভে মোহিত করতে
জোনাকিরা যেন তাদের আলো ছড়িয়েছে চারিপাশে,
আর গগনের ঐ তারাগুলো জোনাকির রঙে সেজেছে অবিরত,
ভালোবাসার জাগরণে প্রেমিক অন্তর শিহরিত,
রাত জাগার বাসনায় প্রেমিকার সাথে অনন্ত প্রনয়ের শিখাটি জ্বালাবার বিদ্রোহী কামনায়,
বিষাদী পথিক ঘরের ঠিকানায়,উদ্ভ্রান্ত পরিশ্রান্ত
একটু ভালবাসার আশ্রয় তার যে চাই
শালিকেরা ঘরে ফেরে মনের আনন্দে,
এই শালিকের বেসে আমি তোমায় দেখতে পাই
ঐ দূর পরবাসে তুমি পাশে বসে ভেসে চলেছি এমনি এক মধুচন্দ্রিমায়
শোভিত শরতের গভীর রাতে…………………।

জেমী খান

0.00 avg. rating (0% score) - 0 votes