সমূদ্র ও গাংচীল

❤️সমূদ্র ও গাংচীল❤️
আজ বহুদিন পর মনে হলো ,আমার সেই নীল সমূদ্রতে
ঢেউ নতুন করে ঝাপটা দিচ্ছে ,
আমি গাংচীল হয়ে সে অসীম সাগরে ডুব দেবার আশায় আছি। হঠাৎ ভাবি সাগরে তো অজানা পাখীদেরও আসা যাওয়া,
তবে কি সমুদ্র তার নীল বুকের মাঝে আমাকে ঠাঁয় দেবেনা ? ভাবতে ভাবতে দুনয়ন বেয়ে অশ্রু নামে, সে যেন অঝোরে বৃষ্টি। পারিনা ভুলতে সে দিনগুলো,আর ঘুমহারা রাত্রি,
অবাক নয়নে শুধুই চেয়ে থাকা আর সময় গোনা ।
তুমি কি আজও আমায় ভাবো ?
নাকি শুধু ছায়া হয়ে ভেসে বেড়াও অসীম আকাশের বুকে ?
আমিতো চাইনা হারাতে সে পথের পথিক কে,
যে আমার আলতা রাঙা পায়ে নুপূর পরিয়েছিল।

জেমী খান

0.00 avg. rating (0% score) - 0 votes