পূর্নিমা রাত্রিতে ভরা চাঁদের নিচ দিয়ে যদি কখনও ভেসে যায় দুগ্ধ সাদা মেঘ,সে মুহুর্তে চাঁদের তীব্র আলো যে রকম সৌন্দর্যে ভাসিয়ে দেবে চরাচর,তোমার মুখ তেমনি সুন্দর । সামনে স্বচ্ছতোয়া ঝিরঝিরে এক নদী,নদীর নাম প্রেম নদী! দুরে বহুদুরে নদীর শীয়রে ঝুঁকে আছে মেঘ,ঝুঁকেথাকা মেঘ আর নদীর মাঝে চিরকালীন বিরহের এক শূন্যতা। আমি তাকিয়ে থাকি ঐ ঝুঁকেথাকা মেঘ ও নদীর বীরহ রেখার দিকে। তৃষ্ণায় ছাতি ফেটে যায়,সামনে মিষ্টি জলের নদী, তবুও তৃষ্ণা মেটেনা । এ তৃষ্ণা যে অনেক বেশি, প্রেম তৃষ্ণা । সে নদীর জলে তোমার মুখ খানি ভেসে ওঠলো,একটু স্পর্শ করে দেখলাম। তবে এ অচেনা তৃষ্ণার নাম কি ? প্রেম ! মানব জন্মের শ্রেষ্ঠ উপহারের নাম প্রেম ! হৃদয়ে তোলপার করা আকনঠ তৃষ্ণার নাম প্রেম ! চীরাকাঙখিত কাউকে স্পর্শ করার নাম প্রেম ! প্রিয় কাউকে দেখে আবেগে হৃদয় ফেটে যাওয়ার নাম প্রেম !
জেমী খান