বৈশাখের আহবান
মোঃ জাহাঙ্গীর আলম
এসেছে বৈশাখ পুরাতন পেরিয়ে নতুন দিন
বাঙ্গালীর ঘরে বইছে সুখের হাওয়া রঙ্গিন।
ভুলে যাও স্মৃতি পুরাতন হাসি কান্না ক্ষত
বরণ কর নতুন গান নতুন প্রাণ ইচ্ছা যত।
নতুনের আগমনে বিদায় নিয়েছে পুরাতন
ভুলে হিংসা বিদ্বেষ গড়ি নতুন বন্ধন।
মিলাও সবে সখা শত্রু হাতে হাত
বিভেদের রেখা মুছে অশুভ হবে উৎখাত।
আকাশে বাতাশে নতুন আশা নতুনের জয়গান
হাজার চরণ চিহ্ন ফেলে চল ভুলে অভিমান।
মনে আজ নতুনের গান বইছে বৈশাখী ঝড়
গড়ি ঐক্যের বন্ধন ভবে রইবে না কেউ পর।
বৈশাখ এনেছে বিশ্ব ঐতিয্যের স্বীকৃতি
বাঙ্গালীর তরে বৈশাখ উৎসবময় স্মৃতি।
আজ মোরা শপথ নিলাম ভুলে হিংসা বিদ্বেষ
নতুনের জয়গানে হবে সুখি সোনার বাংলাদেশ।