আমার বাংলাদেশ
-লক্ষ্মণ ভাণ্ডারী
বাংলা আমার সুজলা সুফলা
ধনধান্যে ভরা দেশ,
সবুজ শ্যামলিমা বাংলা মায়ের
রূপের নাহিক শেষ।
বাংলার চাষী ফসল ফলায়
বাংলার মাঠে মাঠে,
দিঘিতে ফোটে সোনার কমল
নয়ন দিঘির ঘাটে।
বাংলার মাঝি ভাটিয়ালি গেয়ে
নদীজলে তরী বায়,
বাংলার গাছে বিহগ সকল
মিঠে সুরে গীত গায়।
বাংলার বাউল একতারা হাতে
মধুর সুরে গায় গান,
আম কাঁঠালের বনে বনে শুনি
কোকিলের কুহু তান।
বাংলা আমার শস্যে শ্যামলা
আমার বাংলা দেশ,
বাংলায় সবে সুখী হয় ভবে
দুঃখের নাহিক লেশ।