তুমি সূর্যমূখী ভোর

তুমি সূর্যমূখী ভোর ।।। শফিক তপন
—————
তুমি যেগো ঐ সূর্যমূখী ফুলের মতই ফুট,
সূর্যমূখীর মতই আমার হৃদয়ে জেগে উঠ ।

তোমারই রুপ সূর্যমূখীর চেয়েও ঝলমল,
তুমিই স্নিগ্ধ সুরভিত সূর্যমূখীর অবিকল ।

তুমি ঐ পাঁপড়ির মতই কোমল ও নরম,
তোমার দৃষ্টিতে যাচে নারীর লাজ শরম ।
তোমার হ্রদয় নিংড়ান প্রেম যাচে মনময়,
অষ্টপ্রহর হয় উদ্ভাসিত নেইযে তার ক্ষয়।

হয়ে আছি উন্মুখ আলোকিত কর মোরে,
তুমি নির্বিঘ্নে বাঁধ মোরে তব প্রেম ডোরে ।
তোমার যত মাধুরী ছড়াও এহৃদয়ে মোর,
মোর আকাশে তুমি যেগো সূর্যমূখী ভোর ।

মোর নগ্নবক্ষ বইছে তব নি:শ্বাস দিনরাত,
তপন দীপ্ত প্রষন্নতায় আপ্লুত আঁখিপাত ।
রাঙা ওষ্ঠ শিহরিত অদম্য কাম্য তাড়নায়,
নিবারিত করব তব পূণ্য স্পর্শের মুগ্ধতায় ।
——————————
শফিক তপন
শনিবার, ১৭ই মার্চ ২০১৮ইং

0.00 avg. rating (0% score) - 0 votes