গাও মানুষের জয়গান
-লক্ষ্মণ ভাণ্ডারী
ধন্য হবে এই মানব জীবন তব
মানুষের সেবা যদি করো,
মানুষের মাঝে ভগবান বিরাজে
চিনতে তারে কি পারো?
ক্লান্ত দেহে যারা উষর মাটিতে
চালায় লাঙল হাসিমুখে,
তারাই মানুষ তারাই ভগবান
তাদের টেনে লও বুকে।
অন্ধখনির নীচে চালায় শাবল
গাঁইতি দিয়ে কয়লা কাটে,
ক্লান্ত দেহে অবিরত ঘাম ঝরে
দিনরাত যারা শুধুই খাটে।
শক্ত পাথর ভেঙে পাহাড় কেটে
পথ তৈরী করে রোজ যারা,
তারাই মানুষ তারাই যে দেবতা
আসল ভগবান হল তারা।
মন্দিরে মন্দিরে কেন ঘুরিস ওরে?
মন্দিরেতে নাই ভগবান,
মানুষ দেবতা করো তার পূজা
গাও মানুষের জয়গান।