ছোট গাঁয়ে আমাদের

ছোট গাঁয়ে আমাদের

-লক্ষ্মণ ভাণ্ডারী

 

ছোটগাঁয়ে আমাদের পূবে রবি উঠে,

কাননের ফুলকলি লাল হয়ে ফুটে।

সকালে সোনার রবি উঠিল যখন,

বিহগের কলতানে হরষিত মন।

 

কোকিলের কুহুতান শুনি আমবনে,

রাখাল বাজায় বাঁশি চলে আনমনে।

বধূরা কলসী কাঁখে আসে নদীঘাটে,

নদীধারে চাষী সব চাষ করে মাঠে।

 

অজয়ের ঘাটে ঘাটে পড়ে আসে বেলা,

দিনশেষে ঘরে ফেরে লোকজন মেলা।

রবি যায় অস্তাচলে নামিল আঁধার,

জ্বলে উঠে ধূপদীপ ঘরে সবাকার।

 

গগনেতে তারা ফুটে চাঁদ উঠে হেসে,

ধীরে ধীরে ভোর হয় রজনীর শেষে।

0.00 avg. rating (0% score) - 0 votes