মা তুমি ক্ষমা করে দিও

মা তুমি ক্ষমা করে দিও   ।।।  শফিক তপন 

মায়ের কোলে কেটেছে
কত মমতায় আমার শিশুকালে,
তাঁর লালন ও পালনে
জড়ায়ে গেছি এক ঋণের জালে ।

কতযে খেলা করেছি
হাত ও পা নেড়ে মায়ের কোলে,
মায়ের আদরে যত্নে
পরম সুখে উঠেছি আমি দোলে ।

মায়ের সেবা পেতেই
রোগবালাই চলে গেছে সব দূরে,
তাঁর স্নেহেরই পরশ
রয়ে গেছে দেহ ও আত্মা জুড়ে ।

মায়ের ঋণ তো কভু
করা যায় না এক জীবনে শোধ,
তাঁকে সেবা যত্ন দিতে
পারিনা সদা আমি যে নির্বোধ ।

তোমায় সেবা না দিয়ে
আমার যত পাপ হয়েছে জমা,
তোমার পায়ে দিয়ে ঠাঁই
মাগো মা তুমি করে দিও ক্ষমা ।
_________________________
শফিক তপন
৮-৩-১৮ইং

0.00 avg. rating (0% score) - 0 votes