দুঃখেতে হয়ো না ম্রিয়মান
-লক্ষ্মণ ভাণ্ডারী
বিধাতার খেলাঘরে দুঃখ বিরাজ করে
পাবে না কভু সুখের সন্ধান।
এ জীবন দুঃখময় দুঃখরে করো জয়
দুঃখেতে হয়ো না ম্রিয়মান।
জীবন কাটবে সুখে দুঃখকে বাঁধো বুকে
দুঃখ মাঝে সুখের ঠিকানা।
অকারণ কেন ভয় যাবে কেটে দুঃসময়
সুখ কভু না হয় দুঃখ বিনা।
এ জীবন ভাঙে গড়ে দুঃখের অনলে পুড়ে
দুঃখ শোকে হয়ো না কাতর,
দুঃখের আঘাতে যদি যায় ভেঙে তব হৃদি
নীরবে সহিও তা নিরন্তর।
রোগ শোক ব্যধি জরা জীবন দুঃখেতে ভরা
দুঃখেরে জয় করো সবে,
সুখী যদি হতে চাও দুঃখকে মেনে নাও
তাহলেই সুখী হবে ভবে।