ফাগুনের এই পবিত্রতম হোলি দিবস জাতীয় জীবনে সর্বাঙ্গীন। আসুন, আজ আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে খুশির রঙে মনকে রাঙিয়ে তুলি। রঙের হোলি মানে শুধু রং খেলা নয়, ফাগুয়া হোলি হল মানুষে মানুষে প্রেম আর প্রীতির এক সুদৃঢ় অটুট বন্ধন।
তাই আসুন, বসন্তের সুরে সুরে, কোকিলের কুহুতানে, ভ্রমরের গুনগুন গুঞ্জনের সাথে আজ আমরা সমবেতভাবে গেয়ে উঠি হৃদয় রাঙানোর গান, ফাগুয়া হোলির গান।
হোলির গান
-লক্ষ্মণ ভাণ্ডারী
এসো এসো ভাই
আজকে সবাই,
খেলবো হোলি রং লাগাবো আবীর মেখে গায়।
এসো এসো গুণীজন সব আবীর দেবো রাঙাপায়।
রঙে রঙে ছেয়েছে আকাশ
সৌরভেতে ভরেছে বাতাস।
পলাশ শিমূল রং ছড়ালো তরুর শাখায় শাখায়।
এসো এসো ভাই
আজকে সবাই,
খেলবো হোলি রং লাগাবো, আবীর মেখে গায়।
এসো এসো গুণীজন সব আবীর দেবো রাঙাপায়।
অরুণ রবি ছড়ালো কিরণ সুদূর গগনে
মেতেছে ভাই সবাই আজ মধুর লগনে।
খুশির আজ বান ডেকেছে সবার হৃদয় আঙিনায়।
এসো এসো ভাই
আজকে সবাই,
খেলবো হোলি রং লাগাবো, আবীর মেখে গায়।
এসো এসো গুণীজন সব আবীর দেবো রাঙাপায়।
খুশির রঙে রঙ ছড়ালো অজয়ের দুইকূল,
বনে বনে ফুল ফুটেছে পলাশ আর শিমূল।
জীবন মাঝি তরণী আজি আনে নদীর কিনারায়।
এসো এসো ভাই
আজকে সবাই,
খেলবো হোলি রং লাগাবো, আবীর মেখে গায়।
এসো এসো গুণীজন সব আবীর দেবো রাঙাপায়।
কবি আমি ভাই
হোলির গান গাই
কবিগণ সব এসো সবাই আমার কবিতার পাতায়।
এসো এসো ভাই
আজকে সবাই
খেলবো হোলি রং লাগাবো আবীর মেখে গায়।
এসো এসো গুণীজন সব আবীর দেবো রাঙাপায়।