কিযে কষ্ট মাগো

কি যে কষ্ট মাগো ।।। শফিক তপন

——————————-

আমি কাঁদি

দূরে বসে মাগো তোমার জন্যে,
সারাটা দিন
তোমায় খুঁজি হয়ে আমি হন্যে ।

মনেতো পড়ে
তোমায় মাগো দাও দেখা দাও,
স্নেহের হাতে
আমায় তুমি কোলে তুলে নাও ।

তোমার পায়ে
আমি আমার পৃথিবীটা গড়ব,
তোমার স্পর্শে
আমার জীবন চিরসুখে ভরব ।

চির প্রশান্তি
যবে তুমি আঁচলে ধরে রাখতে,
তোমায় ছেড়ে
মাগো কিযে কষ্ট দূরে থাকতে ।

আমায় বলো
মা সর্বদা তোমার দোয়া দিবে,
আশীষ মাখা
স্নেহ ভরা আঁচলে তুলে নিবে ।
————
শফিক তপন
২রা মার্চ, ২০১৮ইং

0.00 avg. rating (0% score) - 0 votes