ফাগুনের গান (গীতি কবিতা)

আনন্দ আর উচ্ছ্বাসে ভরা এই দোল পূর্ণিমা আপনাদের জীবনে নতুন প্রত্যাশা, নতুন উদ্যম, নির্মল আনন্দ, সুস্বাস্থ্য, খুশি ও সমৃদ্ধি বয়ে আনুক। শুভ দোলপূর্ণিমা জাতীয় জীবনে সর্বাঙ্গীন।

আসুন, আজ আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে খুশির রঙে মনকে রাঙিয়ে তুলি। দোলপূর্ণিমা মানে শুধু রং খেলা নয়, দোলপূর্ণিমা হল মানুষে মানুষে প্রেম আর প্রীতির এক সুদৃঢ় অটুট বন্ধন।

তাই আসুন, বসন্তের সুরে সুরে, কোকিলের কুহুতানে, ভ্রমরের গুনগুন গুঞ্জনের সাথে আজ আমরা সমবেতভাবে গেয়ে উঠি হৃদয় রাঙানোর গান, ফাগুনের গান।

 

ফাগুনের গান (গীতি কবিতা)

– লক্ষ্মণ ভাণ্ডারী

 

কোকিল কুহু ডাকিছে

ফাগুনে ফুল ফুটেছে,

হৃদয়ে পুলক তাই জাগে।

(ওরে ভাই)

হৃদয়ে পুলক তাই জাগে।

 

শিমূল পলাশের বন

সুগন্ধে আকুল মন,

দেহে আর মনে রং লাগে।

(ওরে ভাই)

দেহে আর মনে রং লাগে।

…….হৃদয়ে পুলক তাই জাগে।

(ওরে ভাই)

হৃদয়ে পুলক তাই জাগে।

 

কোকিল কুহু ডাকিছে,

ফাগুনে ফুল ফুটেছে,

হৃদয়ে পুলক তাই জাগে।

 

আঙিনায় কৃষ্ণচূড়া,

পুষ্পেপুষ্পে ভরাভরা,

শোভিছে তরু অরুণরাগে।

(ওরে ভাই)

শোভিছে তরু অরুণ রাগে।

…….হৃদয়ে পুলক তাই জাগে।

(ওরে ভাই)

হৃদয়ে পুলক তাই জাগে।

কোকিল কুহু ডাকিছে,

ফাগুনে ফুল ফুটেছে,

হৃদয়ে পুলক তাই জাগে।

 

পুঞ্জে পুঞ্জে অলিগণ,

করে মধু আহরণ,

গুন গুন করে ফুল-বাগে।

(ওরে ভাই)

গুন গুন করে ফুল-বাগে।

…….হৃদয়ে পুলক তাই জাগে।

(ওরে ভাই)

হৃদয়ে পুলক তাই জাগে।

কোকিল কুহু ডাকিছে,

ফাগুনে ফুল ফুটেছে,

হৃদয়ে পুলক তাই জাগে।

 

ফাগুনে হোলির দিনে

প্রাণের বঁধুয়া বিনে

কোন কাজে মন নাহি লাগে।

(ওরে ভাই)

কোন কাজে মন না লাগে।

…….হৃদয়ে পুলক তাই জাগে।

(ওরে ভাই)

হৃদয়ে পুলক তাই জাগে।

 

কোকিল কুহু ডাকিছে,

ফাগুনে ফুল ফুটেছে,

হৃদয়ে পুলক তাই জাগে।

 

ফাগুয়ায় রং ছড়াবো,

আবীরে ভুবন ভরাবো

উঠবো মেতে ফাগুয়ার ফাগে।

(ওরে ভাই)

উঠবো মেতে ফাগুয়ার ফাগে।

…….হৃদয়ে পুলক তাই জাগে।

(ওরে ভাই)

হৃদয়ে পুলক তাই জাগে।

কোকিল কুহু ডাকিছে,

ফাগুনে ফুল ফুটেছে,

হৃদয়ে পুলক তাই জাগে।

0.00 avg. rating (0% score) - 0 votes