দোল পূর্ণিমা

দোলপূর্ণিমা মানে শুধু রং খেলা নয়, দোলপূর্ণিমা হল মানুষে মানুষে প্রেম আর প্রীতির এক সুদৃঢ় অটুট বন্ধন।
আসুন আমরা সেই প্রীতির বন্ধন গড়ে তুলি। আমার হৃদয় রঙে রাঙানো শুভ দোল পূর্ণিমার একটি কবিতা।

 

দোল পূর্ণিমা

– লক্ষ্মণ ভাণ্ডারী

 

পূর্ণিমায় দোলযাত্রা,

রঙের বাহার,

হৃদয়ে পুলক জাগে,

খুশিতে সবার।
ফুটেছে পলাশ ফুল,

লোহিত বরণ,

প্রকৃতির শোভা হেরি,

হরষিত মন।

 

ব্রজধামে হোলি খেলে,

ব্রজের নন্দন,

রাই কানু এক সাথে,

সঙ্গে গোপীগণ।
রঙে রঙে ব্রজপুরে,

ছেয়েছে আকাশ,

আবীর রাঙানো রবি,

হাসিছে বাতাস।

 

কচিকাচা, ছেলে বুড়ো,

কিশোর কিশোরী,

সবে মিলে হোলি খেলে,

মারে পিচকারি।
হাতে রং, মুখে রং,

রং লাগে গায়ে,

ছোটরা আবীর দেয়,

বড়োদের পায়ে।

 

ধন্য পূণ্য দোল যাত্রা,

মহা ধূম ধাম।

বর্ষে বর্ষে দোল আসে,

নাহিক বিরাম।

 

0.00 avg. rating (0% score) - 0 votes